হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা এক দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
বুধবার ২ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সামনে মহাসড়কের ওপর এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে স্মারকলিপি দেন শিক্ষকেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ সাইফুর রহমান নিয়াজ, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠুন রায়, এবং বানিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহিন,সহ আরো অনেকেই
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।