পটুয়াখালীর দশমিনা উপজেলায় অসুস্থ বাবুল সরদারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা ৫নং ওয়ার্ডের মীরমদন গ্রামের সরদার বাড়িতে গিয়ে তার হাতে এই সহযোগিতা তুলে দেন।
দীর্ঘ দুই বছর পাঁচ মাস ধরে শয্যাশায়ী বাবুল সরদার একসময় পেশায় অটোরিকশা চালক ছিলেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা আমার জন্য বড় আশীর্বাদ। সংগঠনের জন্য দোয়া করি, যেন সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারেন।”
সংগঠনের সভাপতি রিয়াজ আলাদার বলেন, “এই প্রথমবার আমরা কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তাজিবউল আহসান আবির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রাকিবুজ্জামান রাকিব, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মৃধা প্রমুখ।