মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় মোঃ ছলেমান হাওলাদার (৩৫) নামে এক ফার্মেসি-বিকাশ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারের পশ্চিম দিকে হাজী বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে।
তবে, এ ঘটনায় একই এলাকার কুদ্দুস সরদারের ছেলে মোঃ সুমন সরদারকে আটক করছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী ছলেমান হাওলাদার উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মতলেব হাওলাদারের ছেলে।
তিনি আমতলা বাজারে ঔষধের ফার্মেসি পাশাপাশি বিকাশ,নগদ, রকেট লেনদেনের ব্যবসা করেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,
ঘটনার দিন রাতে ছলেমান হাওলাদার বাজারের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন।
বাড়ির কাছাকাছি হাজী বাড়ীর মোড়ে পৌছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ছলেমানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে ।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দশমিনা সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বজনদের দাবী , ছলেমানের পার্শ্ববর্তী ব্যবসায়ী ও একই এলাকার কুদ্দুস সরদারের ছেলে মোঃ সুমন সরদার তাকে কুপিয়ে আহত করেন।
তবে, সুমন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন তাকে ফাসানো হচ্ছে।