মোঃ রাকিবুজ্জামান
পটুয়াখালীর দশমিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জিহাদসহ সকল শহীদের স্মরণে মঙ্গলবার (৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দশমিনা উপজেলার ছাত্র জনতা আয়োজিত এই পদযাত্রায় শত শত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
পদযাত্রাটি সকাল ১১.৩০ টায় দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর রাস্তা, পুজাখলা, নলখলা হয়ে আবার বিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়। পথসভা ও জিহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারী ছাত্ররা জিহাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা দাবি করেন, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।