দলিল থাকা সত্ত্বেও জমি থেকে বঞ্চিত জাহাঙ্গীর, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শেখ তাইজুল ইসলাম | বিশেষ প্রতিনিধি, মোংলা |
মোংলার চিলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর সরদার অভিযোগ করেছেন, আইনসম্মত দলিল থাকা সত্ত্বেও নিজের ক্রয় করা জমির দখল পাচ্ছেন না। সম্পত্তি বেদখলের ভয়ে তিনি পরিবারসহ চরম দুর্ভোগে আছেন এবং ন্যায়বিচারের জন্য আদালতে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জাহাঙ্গীর সরদার অনেক আগে একি এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল সরদারের কাছ জমি ক্রয় করেন যার দলিল নাম্বার ৮০২, দাগ নং ৩১২৪, খতিয়ান নং ৯৫৭ অনুযায়ী ৯ শতক জমি কিনে আইনিভাবে নিজের নামে নথিভুক্ত করেন। সম্প্রতি জমির দাতা সিরাজুল সরদার ওই বিক্রয়কৃত জমি অন্য ব্যক্তিকে ভাড়া দিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন এবং ঘর নির্মাণের পাঁয়তারা চালাচ্ছেন।
জাহাঙ্গীর সরদার অভিযোগ করেন, “আমার কাছে সব বৈধ দলিল ও নথিপত্র আছে। তবুও আমি জমিতে প্রবেশ করতে পারছি না। দখলদাররা আমাকে ভয় দেখাচ্ছে। আমি প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে বারবার গিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি।”
এই অবস্থার কারণে জাহাঙ্গীর এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সচেতন মহলও বলছে, দলিল থাকা সত্ত্বেও যদি একজন নাগরিক তার সম্পত্তি হারায়, তাহলে আইন ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়। জাহাঙ্গীর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও বৈধ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
দলিল থাকা সত্ত্বেও জমি হারাচ্ছেন জাহাঙ্গীর, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মোংলার চিলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর সরদার অভিযোগ করেছেন, বৈধ দলিল থাকা সত্ত্বেও তার ক্রয় করা জমি অন্য কেউ দখল করছে। তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
