
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাতে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে যে বাংলাদেশ সরকার দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) এই চিঠি দিল্লির উদ্দেশে পাঠানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এটি বাংলাদেশ সরকারের দ্বিতীয় দফা প্রত্যর্পণ অনুরোধ।
এর আগে ১৭–১৮ নভেম্বরের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে চিঠির খসড়া প্রস্তুত হচ্ছে এবং শিগগিরই তা পাঠানো হবে।
১৭ নভেম্বর, ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। বাংলাদেশের আইন অনুযায়ী, বিদ্যমান বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত দণ্ডিত আসামিদের হস্তান্তর করতে বাধ্য—এমন মত প্রকাশ করেছে ঢাকা।
এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি তাকে ফেরত পাঠাতে অনিচ্ছুক। ভারতের কিছু শীর্ষ কর্মকর্তা মনে করেন, রায় ঘোষণার পরেও শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। যদিও কয়েকজন কূটনীতিকের ধারণা, দণ্ডিত ব্যক্তিকে ফেরত না দিলে দিল্লি আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে।