
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে নির্বাচনী প্রচার কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মিছিলটি ঝিকরগাছা উপজেলা মোড় থেকে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
প্রচারণা মিছিলে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ যেমন নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মো: আবিদুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা দ্বীন ইসলামসহ আরও অনেকে মিছিলে অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী মিছিলে উপস্থিত থেকে সমর্থন জানান।
নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লা জিতবে এবার’, ‘নায়েরে তাকবীর’, ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মিছিলকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেছিলেন। স্থানীয় মানুষও মিছিলের দৃশ্য দেখে তাদের প্রতি সমর্থন জানান।