
মোঃ জাহিদুল ইসলাম জিহাদী
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।
তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। তপশিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বিষয় ইসি কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ৩০০টি আসনেই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংক্রান্ত আদালতের নির্দেশনা অনুযায়ী সংশোধন কাজ চলছে।
পোস্টাল ব্যালটের বিষয়ে সিনিয়র সচিব জানান, সরকারি চাকরিজীবী, নির্বাচন–দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য তৈরি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, আর অ্যাপলের সংস্করণ পরে যুক্ত হবে। তপশিল ঘোষণার পর থেকেই ভোটার নিবন্ধন শুরু হবে।
নির্বাচন কমিশন জানায়, পোলিং অফিসারদের নিবন্ধন ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১–২৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।