
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শতভাগ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতেই হবে। তিনি বলেন, বিগত ১৬ বছরের নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও সেসব পেছনে ফেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের দেওয়া নির্দেশনা ও বক্তব্যের প্রতি সম্মান রেখে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে জাতিকে একটি শ্রেষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলাম, জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এছাড়া সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।