
ঢাকা প্রতিনিধি: তৌহিদ ইসলাম
তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চন্দন পাল–এর চুরি হওয়া মোবাইল ফোন একদিনের মধ্যেই উদ্ধার করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
ঘটনাটি ঘটে ২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে, তেজগাঁও কলেজের সামনে থেকে চন্দন পালের মোবাইল ফোন চুরি হয়। পরে তিনি বিষয়টি তেজগাঁও কলেজ ছাত্রদলকে জানান।
বিষয়টি জানার পর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন–এর নির্দেশনায় চোর শনাক্ত ও মোবাইল উদ্ধারের অভিযান শুরু হয়। তার নেতৃত্বে যুগ্ম আহবায়ক আবুল হাসনাত অয়ন, আহবায়ক কমিটির সদস্য মহিবুল্লাহ মন্ডল শিহাব ও সামসুজ্জামান রবিন সক্রিয়ভাবে তৎপরতা চালান।
অবশেষে, ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে চোরকে আটক করা হয়।
পরে বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন দ্রুত একটি ফোর্স পাঠান। পুলিশের সহায়তায় চোরকে নিয়ে গুলিস্তান এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং তা শিক্ষার্থী চন্দন পালের নিকট হস্তান্তর করা হয়।
এই ঘটনায় দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার জন্য তেজগাঁও কলেজ ছাত্রদল এবং তেজগাঁও থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী চন্দন পাল।