তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীর তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাব (TCPC) আয়োজনে আজ (২১ অক্টোবর) কলেজের ইতিহাসের প্রথম ফটোগ্রাফি ওয়ার্কশপ ও সদস্য নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং কলেজ অডিটোরিয়াম মুখরিত হয়।
উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, যিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল বক্তা হিসেবে কর্মশালা পরিচালনা করেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র ফটোসাংবাদিক প্রবীর দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা প্রভাষক সৈয়দ মোহাম্মদ জুবায়ের ও আতিকুল ইসলাম।
ক্লাবের সাধারণ সম্পাদক আরেফিন তানভীর অধীর বলেন, “আজকের সফল আয়োজন আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। নতুন সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইসলাম যোগ করেন, “ফটোগ্রাফি শুধু শিল্প নয়, এটি অনুভূতির প্রকাশ এবং বাস্তবতার সৃজনশীল উপস্থাপন। আমাদের লক্ষ্য— প্রতিটি সদস্য একটি গল্পের স্রষ্টা হয়ে উঠুক।”
তিনি আরও জানান, ক্লাবের ক্রিয়েটিভ হেড ফরহাদ হোসেন ক্লাবের নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করেছেন, যা ভবিষ্যতে ক্লাবকে দেশের অন্যতম শীর্ষ ফটোগ্রাফি ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, এটি তেজগাঁও কলেজের ইতিহাসে প্রথম ফটোগ্রাফি ওয়ার্কশপ, যা ক্লাবের সৃজনশীল প্রচেষ্টা ও সদস্যদের নিষ্ঠার ফল হিসেবে কলেজ ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছে।