তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীতে আলোচিত জোবায়েদ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমই হত্যার মূল কারণ।
ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, জোবায়েদ, বর্ষা ও মাহিরের মধ্যে চলছিল ত্রিভুজ প্রেম। বর্ষা দুই দিকেই সম্পর্ক বজায় রাখতেন। একপর্যায়ে তিনি মাহিরকে বলেন, “জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না।”
পুলিশ জানায়, বর্ষার এই পরিকল্পনার ভিত্তিতে মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন জোবায়েদকে হত্যার সিদ্ধান্ত নেন। ঘটনাদিন মাহির জোবায়েদকে বর্ষার কাছ থেকে সরে যেতে বলেন। এর ফলে তর্ক-বিতর্কের একপর্যায়ে হত্যাকাণ্ড ঘটে।
হত্যার আগে জোবায়েদ দুইতলা থেকে তিনতলায় উঠে বর্ষাকে সাহায্য চেয়ে বলেন, “আমাকে বাঁচাও।” কিন্তু বর্ষা সাড়া না দিয়ে বলেন, “তুমি না মরে আমি মাহিরের হবো না।” এভাবেই প্রেমের ত্রিভুজের এই গল্প একটি নির্মম পরিণতিতে গড়ে ওঠে।