মধুমিতা সিনেমা হলে টিকিট না পাওয়ায় দর্শক ও সাংবাদকর্মীদের উপর হামলা, বিক্ষুদ্ধ দর্শকদের হাতে ভাঙচুর
ঢাকা: রাজধানীর মধুমিতা সিনেমা হলে শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমা দেখতে গিয়ে মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় অপ্রত্যাশিত হামলার শিকার হন দর্শকরা। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে ধাক্কাধাক্কি ও লাঠিমারের ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এমনকি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একজন সাংবাদকর্মীও হামলার শিকার হন।
টিকিট না পেয়ে ক্ষোভ, হামলা ও ভাঙচুর
'তুফান' সিনেমার টিকিটের অতিরিক্ত চাহিদার কারণে মধুমিতা সিনেমা হলে টিকিট না পেয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দর্শকদের। অভিযোগ উঠেছে, নির্ধারিত দামে টিকিট না বিক্রি করে হল কর্তৃপক্ষ অতিরিক্ত দামে ব্ল্যাক টিকিট বিক্রি করছিল। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে দর্শকরা যখন প্রতিবাদ করতে থাকেন, তখন হল কর্তৃপক্ষের লোকজন ও ব্ল্যাক টিকিট বিক্রেতারা লাঠি নিয়ে তাদের উপর হামলা করে। ঘন্টাখানেক ধরে চলে হামলা-ভাঙচুর। উত্তেজিত দর্শকরা সিনেমার পোস্টার, পোস্টার বোর্ড, সিনেমা হলের দরজা-জানালা ভাঙচুর করে।
পুলিশ হস্তক্ষেপ, দুই কালোবাজারি আটক
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। দুই কালোবাজারিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
হল কর্তৃপক্ষের বক্তব্য
মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ বলেন, নির্ধারিত আসনের তিনগুণ বেশি দর্শক ছিল। দর্শকদের চাপ সামাল দিতে না পারাতেই এমন ঘটনা ঘটেছে বলে তার দাবি।
এই ঘটনায় ব্যাপক সমালোচনা
'তুফান' সিনেমা দেখতে গিয়ে দর্শক ও সাংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সিনেমা হল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার অভাব ও ব্ল্যাক টিকিট বিক্রির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। দাবি উঠছে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের।