হবিগঞ্জ: তীব্র তাপদাহের কবলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রখর রোদের তাপ থেকে বাঁচতে মানুষ হিমশীতল পানির খোঁজে ছুটে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে আমার সকাল 24 পত্রিকার হবিগঞ্জ জেলার প্রতিনিধি সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছেন।
আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তিনি পানি বিতরণ করেন। পানি বিতরণের সময় তিনি শ্রমজীবী মানুষদের হিটস্ট্রোক ও গরম থেকে বাঁচার উপায় সম্পর্কে পরামর্শও দেন।
ফোরকান উদ্দিন রোমান বলেন, "আমরা সবাই জানি তীব্র তাপদাহের কবলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্রমজীবী মানুষরা তাদের জীবিকার তাগিদে বাড়ির বাইরে বের হতে বাধ্য হচ্ছেন। তাদের জন্য এই প্রখর রোদের তাপ সহ্য করা খুবই কষ্টকর। তাই তাদের সাহায্য করার জন্য আমি এই পানি বিতরণ কর্মসূচি চালিয়েছি।"
তিনি আরও বলেন, "মানুষ চিরকাল বেঁচে থাকে না। কিন্তু আমাদের কর্ম মানুষের কাছে সারাজীবন বেঁচে থাকে। আমি যতদিন বেঁচে থাকবো, মানুষের কল্যাণের জন্যই কাজ করে যাবো।"
তিনি আরো বলেন মানুষের কল্যাণে কাজ করতে গেলে কোন পদ পদবীর দরকার হয় না, নিজের ইচ্ছাশক্তি থাকলেই মানুষের জন্য কাজ করা যায়.
ফোরকান উদ্দিন রোমান একজন ফার্মাসিস্টও হন। তিনি শ্রমজীবী মানুষদের হিটস্ট্রোক ও গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন টিপসও দেন। তিনি বলেন, "প্রচুর পরিমাণে পানি পান করা, হালকা পোশাক পরা, মাথায় টুপি পরা, রোদের তীব্র সময় বাইরে বের না হওয়া ইত্যাদি হিটস্ট্রোক ও গরম থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ।"
ফোরকান উদ্দিন রোমানের এই মানবিক পদক্ষেপের জন্য স্থানীয়রা তাকে প্রশংসা করছেন। তারা বলছেন, "তিনি একজন সত্যিকারের মানবপ্রেমিক। মানুষের দুঃখ-কষ্ট দেখে তিনি যেভাবে সাহায্যে এগিয়ে আসেন তা দেখে আমরা মুগ্ধ।"
এই সংবাদটি ব্যাপকভাবে প্রচার করা উচিত যাতে করে আরও বেশি মানুষ ফোরকান উদ্দিন রোমানের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসে।