নলছিটি থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর। তবে তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদের বাবা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নেটিজেনদের দাবি, রোজার বাবা বরিশালের বাজার রোডের বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি ২০১৪ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
পানামা ফারুক: বরিশালের এক আতঙ্কের নাম
স্থানীয়রা জানান, ১৯৯৩ সালে বরিশাল যুবলীগের রাজনীতিতে যুক্ত হন পানামা ফারুক। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলে তার নাম আতঙ্ক হয়ে ওঠে। তবে ২০০১ থেকে ৫ বছর আত্মগোপনে ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তেমন সক্রিয় না হলেও ২০১৩ সালে নিজের অবস্থান জানান দিতে ফের আলোচনায় আসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশালের চকবাজারে র্যাবের চেকপোস্টে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হন ফারুক আহমেদ।
তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ
বিয়ের খবরে ফের আলোচনায় উঠে এসেছেন পানামা ফারুক। জানা গেছে, তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করা রোজা যুক্তরাষ্ট্রের কুইন্সে “রোজা’স ব্রাইডাল মেকওভার” নামে একটি প্রতিষ্ঠান চালান। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে কাজ করছেন তিনি।
পরিবারের প্রতিক্রিয়া
পানামা ফারুকের ভাই মনা আহমেদ জানান, শুক্রবার ঢাকায় বিয়ের অনুষ্ঠান হয়েছে। রোজার পরিবারের বেশিরভাগ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, “এ বিয়েতে আমরা খুব খুশি। বরিশালবাসীও আনন্দিত। আশা করি, তাহসান শীঘ্রই বরিশালে আসবেন।”
তাহসানের নতুন জীবন এবং তার শ্বশুরের অতীত নিয়ে এই আলোচনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এই বিয়ে নিয়ে রোজার পরিবার এবং তাহসানের ভক্তরা আনন্দিত।