
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে ছাগলের পেটে জন্ম নিয়েছে মানুষের আকৃতির এক ছাগলের বাচ্চা। বুধবার সকালে এ ঘটনা ঘটলে পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মো. (নাম প্রকাশে অনিচ্ছুক) এর বাড়ির একটি ছাগল সকালে বাচ্চা প্রসব করে। কিন্তু আশ্চর্যের বিষয়, নবজাতকটির মুখমণ্ডল, চোখ ও শরীরের গঠন অনেকটাই মানুষের মতো। খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ ছাগলটি দেখতে প্রবাসীর বাড়িতে ভিড় জমায়।
এলাকার কেউ কেউ ঘটনাটিকে “অলৌকিক” বলে মনে করলেও পশু চিকিৎসকরা এটিকে প্রকৃতিগত বিকৃতি (Genetic Mutation) বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, মাঝে মাঝে এমন অস্বাভাবিক জন্ম প্রকৃতির ব্যতিক্রম হিসেবেই ঘটে থাকে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল, ভয় ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।