
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
কক্সবাজার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ কক্সবাজারের পেকুয়া সফরে যাচ্ছেন। কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ওয়াসিম আকরাম জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা। তারেক রহমান তার কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। জিয়ারত শেষে তিনি সেখানে একটি জনসভায় ভাষণ দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৬ ডিসেম্বর ২০২৫ দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি ইতোমধ্যে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত তার জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনার অংশ।