
মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় জনসমাগম বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি বিবেচনায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।
সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম জানান, উত্তরা, খিলক্ষেত, টঙ্গী, আশুলিয়া, রূপগঞ্জসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিক যাতায়াত ও মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে। তাই কারখানা মালিকদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করে অন্য দিনে কাজ করানোর শর্তে ছুটি দেওয়ার বিষয়টিও ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি পণ্য পরিবহনের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধও জানানো হয়েছে।