মোঃ মমিন আলী
স্টাফ রিপোর্টার নওগাঁ জেলা।
নওগাঁ জেলার বদলগাছী থানার বদলগাছী ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরকারিতে স্বাদ কম হওয়ায় স্বামীর অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের পর অভিমান সইতে না পেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। বুধবার সকালে স্বামী তরকারিতে স্বাদ কম হওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করেন। পরে ক্ষোভ ও অভিমানে স্ত্রী নিজ শয়নকক্ষে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান এবং পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”