
বিশেষ প্রতিনিধি : মোঃ আসাদুজ্জামান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম কানের নিচে গুলি লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদী ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।