
মোহাম্মদ জাহিদুল ইসলাম | ক্রাইম রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়ন গ্রহণে কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়। দীর্ঘ বিরতির পর নিবন্ধন ফিরে পেয়ে এবারই প্রথম নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই ৪ জানুয়ারির মধ্যে শেষ হবে। প্রার্থিতা সংক্রান্ত আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।