
মো: শাহীন হাওলাদার
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
ঢাকায় রক্ত দেওয়ার পর ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বালিয়াকান্দির তরুণ বিমান বাহিনীর সদস্য মোঃ রবিউল ইসলাম বাবুল (২৭)। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম বাবুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে। পেশায় তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, রবিউল একজন সহকর্মীর স্ত্রীর সিজারিয়ান অপারেশনের সময় জরুরি রক্ত দিতে দ্রুত হাসপাতালে যান। রক্ত দেওয়ার পর ফেরার পথে রাত ২টা থেকে সাড়ে ২টার মধ্যে মোটরসাইকেলটি একটি ট্রাফিক স্টাম্পে ধাক্কা খায়। গুরুতর আহত রবিউল ইসলাম বাবুলকে ঢাকার একটি হাসপাতালে নিলে ভোর ৩টা ৫৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাত্র ২৭ বছর বয়সী রবিউল দায়িত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে জীবন উৎসর্গ করেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ ও সহকর্মীরা তাকে সাহসী, ভালোবাসায় ভরা এবং মানবিক হৃদয়ের মানুষ হিসেবে স্মরণ করছেন।