
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত দক্ষিণখান থানা এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে স্থানীয় যুব সমাজ এবং অটো রিকশা মালিক–চালক সমিতির যৌথ উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভাটি দক্ষিণখান থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার যুব সমাজ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে। দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষের সম্মতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বড় অটো:
মালিক–চালকদের অনুরোধের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃক প্রদত্ত হালকা এস.এস (Steel) বাম্পার রাখার অনুমতি দেওয়া হয়েছে।
তবে কোম্পানির বাইরে অন্য কোনো ভারী লোহার বাম্পার একেবারেই রাখা যাবে না—যত দ্রুত সম্ভব খুলে ফেলতে হবে।
পর্যবেক্ষণ সময়কাল:
আগামী এক মাস এস.এস বাম্পার ব্যবহার করে গাড়ি চলবে। যদি এই সময়ের মধ্যে এসব বাম্পারের কারণে দুর্ঘটনা ঘটে, তবে এক মাস পর এগুলোও অপসারণ বাধ্যতামূলক হবে।
মিনি অটো:
মিনি বা ছোট অটোর সামনে কোনো ধরনের বাম্পার রাখা যাবে না।
বড় অটোর ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ।
যাত্রীদের শুধুমাত্র বাম পাশে (ফুটপাতের দিক) ওঠানামার ব্যবস্থা রাখতে ডান পাশে স্থায়ীভাবে এস.এস পাইপ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অটোর শৃঙ্খলা বজায় রাখতে মালিক–চালকরা দ্রুত একটি কমিটি গঠন করবেন এবং নিজেদের উদ্যোগে রাস্তায় ‘লাইন ম্যান’ নিয়োগ করবেন।
সভার আয়োজক ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা জানান—
“আলহামদুলিল্লাহ, দীর্ঘ আলোচনার পর আমরা একটি যৌক্তিক সমাধানে উপনীত হতে পেরেছি। আশা করি, এই সিদ্ধান্তগুলো দক্ষিণখানের ট্রাফিক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে এবং দুর্ঘটনা কমাতে সাহায্য করবে।”
তাঁরা এলাকার মানুষ ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
ভালো কাজে সাময়িক বাধা এলেও সম্মিলিত প্রচেষ্টা দক্ষিণখান এলাকার জন্য আশীর্বাদ হয়ে উঠবে।