ঢাকা উত্তরায় জুলাই যোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু
প্রতিবেদন: তৌহিদ ইসলাম
আমার সকাল ২৪ │ ঢাকা
রাজধানীর উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর আহ্বায়ক আরমান আহমেদ শাফিনের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন দক্ষিণখানের আদম আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় শাফিনের হাঁটু বিছানার সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা আত্মহত্যা নাকি অন্য কিছু—সে বিষয়ে সন্দেহের সৃষ্টি করেছে।
দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, “লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা পোস্টমর্টেম রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”
আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র এবং ঢাকা কলেজের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং জুলাই আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন।
তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গরবশোরিয়া গ্রামে। তিনি বাবা-মায়ের সঙ্গে উত্তরা ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন।
রবিবার (২ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অধ্যক্ষ, শিক্ষক, সহপাঠী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
আরমান ছিলেন সমাজ পরিবর্তনে আগ্রহী, উদ্যমী ও দায়িত্বশীল তরুণ। শহীদ পরিবার ও আহতদের সহায়তায় তিনি নিয়মিত কাজ করতেন।
তার অকাল মৃত্যুতে সহপাঠী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।













