রাকিবুল হাসান (হোমনা উপজেলা প্রতিনিধি)
ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুবায়েদ হাসানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে হোমনা উপজেলা সদর চত্বরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে অংশ নেন— কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সেলিম মাস্টার, হোমনা পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম অপু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হায়দার রনি সহ শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু তদন্তের দাবিতে স্লোগান দেন। তারা বলেন,
“একজন মেধাবী তরুণকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”