আনহাজ হোসাইন হিমেল, বিশেষ প্রতিনিধি
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ছয় বিভাগে টানা তিনদিন ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগরীর কিছু স্থানে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪-১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে ১৪ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।