ঢাকায় প্রতিবন্ধী শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৫তম দিন
নিত্যানন্দ হালদার স্টাফ রিপোর্টার
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫:
ঢাকা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচি আজ টানা ১৫তম দিনে গড়িয়েছে। সরকারের স্বীকৃতি, নিয়োগের বৈধতা নিশ্চিতকরণ এবং বেতন-ভাতা প্রদানের দাবিতে তারা এ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
আন্দোলনকারীরা বলেন, “আমরা মানুষের সন্তান। আমরাও শিক্ষা দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখছি। কিন্তু আমাদের বৈধতা ও অধিকার এখনো নিশ্চিত হয়নি।”
তারা দ্রুত সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
