নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: মনির হোসেন
পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ তালুকদারকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে ডিবির পাশাপাশি সহযোগিতা করে দারুস সালাম থানা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আলম বলেন, “আটক নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা ও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।”
গ্রেফতারকৃত নিয়াজ মোর্শেদ তালুকদার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. বাদল তালুকদারের ছেলে।
তিনি বর্তমানে পিরোজপুর সদর থানায় হস্তান্তরিত হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।