প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
ডেঙ্গুতে আজও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪

ডেঙ্গুতে আজও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪
আমার সকাল ২৪
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ থামছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গুরোগী। সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৪ জন ডেঙ্গুরোগী।
রোববার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
© All rights reserved 2025 Amar Sokal