![]()
খুলনা প্রতিনিধি: মো: মিরাজ শেখ
খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় জোহরা বেগম (৬২) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহরা বেগম উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত কাজে জোহরা বেগম কাঁঠালতলা বাজারে যান। রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে পাইকগাছাগামী একটি বেপরোয়া গতির বাস (খুলনা-জ-০৫-০০৪৩) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
চুকনগর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান চানু জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও এর চালককে আটক করে থানায় আনা হয়েছে।