বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আল-আমিন শেখ, বগুড়া
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কাহালু থানার অন্তর্গত বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবির পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মেহেদী হাসান পলাশ (২৭), পিতা- মোঃ আব্দুল হাসিম, সাং-জেলা হবিগঞ্জ, তাকে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মেহেদী হাসান পলাশ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া ও আশপাশের এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়ার কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের এমন সফল অভিযান এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত হচ্ছে।