সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
রোববার ভোর ৫টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হোসেন (৩১), পিতা: মোঃ মতি, সাং: দক্ষিণ আটকরিয়া এবং একই ইউনিয়নের যুবলীগ সদস্য মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৬), পিতা: আব্দুল আজিজ, সাং: পাতিলাকুড়া। উভয়েই সোনাতলা উপজেলার বাসিন্দা।
বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃত মোঃ শামিম হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার পাশাপাশি আরও তিনটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।