মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মানুষের মাঝে মধ্য রাতে ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক।
ডাকাত আতঙ্কে রাতে নির্ঘুম কাটিয়েছেন উপজেলার বাসিন্দারা।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার পর থেকে এই আতঙ্ক ছড়িয়ে পরে প্রায় পুরো উপজেলার হাজার হাজার মানুষের মধ্যে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুক, মোবাইল ফোনের মাধ্যম থেকে শুরু করে উপজেলার প্রায় মসজিদের মাইকেও ডাকাত আসার খবর ও সতর্ক বার্তা দেওয়া হয়।
এ খবর শুনে প্রায় সাধারণ মানুষ ঘর থেকে রাস্তায় নেমে গেছেন।
কেউ কেউ রাত জেগে নিজের জানমাল ও সম্পদের পাহাড়া দিয়েছেন ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন।
তবে উপজেলার কোথাও কোন ডাকাতি হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
একটি সূত্র থেকে জানা গেছে ,
ডাকাতির আতঙ্ক প্রথমে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন থেকে ছড়ায়।
পরে বাউফল উপজেলার পার্শ্ববর্তী উপজেলা দশমিনা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে পুরো উপজেলায় ছড়ায়।
এ বিষয় দশমিনা থানার ওসি আবদুল আলীম বলেন, প্রথমে বাউফল থেকে ঘটনার সূত্রপাত। পরে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন থেকে পুরো দশমিনায় ছড়িয়ে পরে। ডাকাত আসার বিষয়টি সম্পূর্ণ গুজব। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।