
প্রতিবেদক: মোঃ রাসেল আলম
ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আশা মনি তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থীতা ফিরে পাওয়ার পর আশা মনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং নির্বাচনী এলাকার মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আশা মনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গণ্ডগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স করছেন। বর্তমানে তার বয়স ২৭ বছর হওয়ায় তিনি সারা দেশের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য পদপ্রার্থীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।