
মো. আরফান আলী — প্রযুক্তি নির্ভর যুব শক্তি ও বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক আয়োজিত কর্মপ্রত্যাশী যুবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুক্রবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতর পরিচালক (প্রশাসন) এম এ খায়ের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদফতর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিমুন ইসলাম, ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদফতর উপ-পরিচালক মো. মনসুর রহমান খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হৃদয় রায় এবং হিসাব রক্ষক রেজাউল করিম।
মতবিনিময় সভায় কর্মপ্রত্যাশী যুবকদের যুব প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জীবনে প্রশিক্ষণের বিকল্প নেই। এছাড়া উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা ও যুব সংগঠনগুলোতে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে যুবরা আবেদনও করেন।