
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
মোঃ রাসেল আলম
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় তীব্র শীতের কামড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যানচালকরা। প্রচণ্ড ঠান্ডার কারণে তারা কাজের সুযোগ পাচ্ছেন না, ফলে পরিবার নিয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন। শিশু ও বয়স্করাও শীতজনিত নানা সমস্যায় ভুগছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। আরও বেশি শীতবস্ত্র ও জরুরি সহায়তা প্রয়োজন বলে মত দিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে শীতের প্রভাব পড়েছে কৃষিখাতেও। বিশেষ করে বোরো ধানের বীজতলা ও আলু চাষ ক্ষতির মুখে পড়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কৃষকদের বড় ধরনের লোকসানের আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় পীরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ শীতার্তদের জন্য আরও শীতবস্ত্র ও সহায়তা বিতরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন।