ওয়াশিংটন, ১৯ এপ্রিল:
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ এপ্রিল) ড. মেহমেত ওজের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক শিশু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
ঘটনাটি ঘটে যখন ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়লে হোয়াইট হাউসের কর্মীরা সাংবাদিকদের কক্ষ ত্যাগ করতে বলেন এবং ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই শিশুটির পাশে এগিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অজ্ঞান হওয়া শিশুটি ড. ওজের পরিবারের সদস্য বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ড. মেহমেত ওজ চিকিৎসা সহায়তা দিতে এগিয়ে আসেন। কিছুক্ষণ পর শিশুটি জ্ঞান ফিরে পেলেও কিছুটা দুর্বলতা অনুভব করছিল। পরে তাকে সহায়তা করে কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর আর সংবাদ সম্মেলন পুনরায় শুরু হয়নি।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, "ওভাল অফিসে ড. ওজের শপথ অনুষ্ঠানে তার পরিবারের একজন সদস্য অজ্ঞান হয়ে পড়েন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।"
উল্লেখ্য, শুক্রবার ড. মেহমেত ওজ 'সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস'–এর প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের সিনেট গত ৩ এপ্রিল তার নিয়োগ অনুমোদন করে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ পরিচালিত এই সেন্টার দরিদ্র শিশু, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে।