মোঃ ফেরদৌস আলম
উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরেও বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
এলাকার সাধারণ মানুষ জানান, সরেও বাজার মোড়ে এর আগে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত ওই স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন, যাতে দুর্ঘটনা কমে আসে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।
রাস্তা পারাপারের সময় ক্রসওয়াক বা মোড় ভালোভাবে দেখে সাবধানে পার হোন।
গাড়ি, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট, সিটবেল্ট ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন।
ফুটপাত না থাকলে রাস্তার একপাশে সতর্ক হয়ে চলুন।
হাঁটার বা গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে মনোযোগ দেবেন না।
অন্য যানবাহনের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
কখনোই মদ্যপান করে বা ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবেন না।
প্রতিকূল আবহাওয়ায় অতিরিক্ত সতর্ক থাকুন।
গাড়ির ব্রেক, টায়ারসহ যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা করুন।
ট্র্যাফিক আইন ও সিগন্যাল সর্বদা মেনে চলুন।
সতর্ক থাকুন, জীবন রক্ষা করুন।