টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
মোহাম্মদ শফিক, বিশেষ প্রতিনিধি
সীমান্তজুড়ে মাদকের আগ্রাসন ঠেকাতে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই ধারাবাহিকতায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে নাজিরপাড়া সীমান্তের ‘সাইফুলের ঘের’ এলাকায় পরিচালিত চৌকস অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে রাত আনুমানিক ২টার দিকে টহল দল পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে নদীতে সাঁতরে পালিয়ে যায়।
পরে তল্লাশিতে উদ্ধার করা হয় বিশেষভাবে মোড়ানো ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের প্যাকেটজাতকরণ ও কোড দেখে এটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের অংশ বলে নিশ্চিত করেছে বিজিবি।
অভিযানে জড়িত স্থানীয় হোতা হিসেবে চিহ্নিত হয়েছে জয়নাল আবেদীন (৩৩), পিতা ইমান হোসেন, গ্রাম খানকার ডেইল, ওয়ার্ড ৯, টেকনাফ পৌরসভা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। মাদকের ভয়াল থাবা থেকে জাতিকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযান বিজিবির অটুট মনোবল, নিখুঁত গোয়েন্দা দক্ষতা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
