
কামরুল ইসলাম, টেকনাফ:
টেকনাফে ছয়জন সংবাদকর্মী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। পদ-পদবীবিহীন এই সংগঠনের নাম “অসহায় মানুষের পাশে আমরা ৬ জন”। তারা হলেন গিয়াস উদ্দিন, আবদুল্লাহ মনির, সাইফুল ইসলাম সাইফী, জেড করিম জিয়া, আবদুর রহমান ও আবুল আলী।
এই ছয় সাংবাদিকের উদ্দেশ্য পরিষ্কার: টেকনাফে যাদের পাশে কেউ নেই, তাদের পাশে দাঁড়ানো। তাদের কোনো বড় সম্পদ নেই, তবুও মেধা, শ্রম ও সততা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন তারা।
এ পর্যন্ত তারা শিশু আয়াত উল্লাহসহ চারজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সবচেয়ে আলোচিত হয়েছে পায়ুপথ বিহীন শিশু আয়াত উল্লাহর চিকিৎসা। দীর্ঘ দুই বছর ধরে অর্থাভাবে অপারেশন করতে না পারা শিশুটির জন্য তারা ব্যবস্থা নেন। দেশের বিভিন্ন মানুষ এবং টেকনাফের সংবাদকর্মীদের প্রচেষ্টায় ২ লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়। শিশু আয়াত উল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ঘণ্টা দীর্ঘ সফল অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন উপহার পেয়েছেন।
শিশুর মা বেলুজা খাতুন বলেন, “টেকনাফের সংবাদকর্মী সংগঠন ‘অসহায়দের পাশে আমরা ৬ জন’-কে আমি কোনো দিন ভুলব না। আল্লাহ যেন তাদের ভালো প্রতিদান দেন।”
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তারা যত সামান্য আয়ও করেন তা অসহায় মানুষের জন্য ব্যয় করবেন। তারা বিশেষ করে অসহায় রোগী এবং মেধাবী কিন্তু অর্থাভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে আগ্রহী।
তারা আরও বলেন, সমালোচনা থাকবেই, কিন্তু তাতে কান দেওয়ার সময় নেই। তাদের পরিচয় হবে মানবতার কাজে প্রতিজ্ঞাবদ্ধতা।