
কামরুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আবারও সফলতা দেখিয়েছে। শনিবার ভোরে নাফ নদীর পাড়ের নতুন সুইচগেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কাদা-মাটির নিচে লুকানো ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে বড় আকারের একটি ইয়াবার চালান নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করতে পারে। এর ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নির্দেশে বিশেষ অভিযান পরিকল্পনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী ভোর পাঁচটার দিকে বেড়িবাঁধ ও কেওড়া বাগান এলাকায় ওত পেতে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পর ইয়াবা কারবারিদের সন্দেহজনক নড়াচড়া চোখে পড়লে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে কেওড়া বাগানের কাদা-মাটির নিচে লুকানো অবস্থায় বিশাল ওই ইয়াবা চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—
“রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচারসহ যেকোনো অপরাধ দমনে আমাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।”
উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।