টেকনাফে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
কামরুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
টেকনাফ উপজেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।
৩ নভেম্বর ২০২৫ (রবিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে টেকনাফের মিলকী রিসোর্ট হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হোসাইন। সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
সভায় কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি নুরুল হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়নামিক ক্লিনিক ল্যাব শাপলাপুরের পরিচালক মাকসুদুর রহমান, টেকনাফ মেডিকেল সেন্টারের পরিচালক আব্দুর রহমান, নাফ সিমান্ত প্যাথলজি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম, ইম্পালস ডায়াগনস্টিক সেন্টার হোয়াইকং এর পরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ।
সভায় সভাপতি নুরুল হোসাইন বলেন,
“আমরা শুধু ব্যবসা নয়, মানবিকতা ও সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনে কাজ করছি। প্রতিটি রোগী আমাদের পরিবারের সদস্যের মতো, তাদের প্রতি দায়িত্বশীল থেকে সঠিক চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
পরে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভাপতি: নুরুল হোসাইন (ড্রিম কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
সাধারণ সম্পাদক: শাহ আলম (মোচনী সিমান্ত ল্যাব)
সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম (ইম্পালস ডায়াগনস্টিক সেন্টার, হোয়াইকং)
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
এইচএম ফারুক (সিনিয়র সহ-সভাপতি), মাকসুদুর রহমান (সহ-সভাপতি), মোহাম্মদ আলম ও মিল্টন কান্তি দাশ (যুগ্ম সাংগঠনিক সম্পাদক), তানভীর আহমদ (অর্থ সম্পাদক), মোঃ কামাল হোসাইন (ধর্ম বিষয়ক সম্পাদক), জমির হোসাইন (দপ্তর সম্পাদক), মোহাম্মদ ইদ্রিস (প্রচার সম্পাদক), রবিউল ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক), আব্দুর রহমান ও নুরুল হোসাইন ভুট্টো (নির্বাহী সদস্য)।
সভা শেষে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সকল সদস্য ঐক্য, আন্তরিকতা ও মানবিক সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
