
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাড়া এলাকার একটি বাগান থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পূর্বশত্রুতা বা বিরোধের জেরে নৃশংসভাবে তাকে হত্যা করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, রফিক ডাকাত ও জাগীর হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে ঘটনার যোগ থাকার সম্ভাবনা আছে। ঘটনাস্থল থেকে তিনজন—আব্দুস সালাম, গুরা মিয়া ও শাহ আলম—কে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।