
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত ভুয়া সাংবাদিকতার আড়ালে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ হওয়ায় দীর্ঘদিন ধরে বিব্রতকর অবস্থায় পড়ছেন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। সাংবাদিক পরিচয় ব্যবহার করা এমনই এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জিয়াবুল হক (৪২)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা এবং নিজেকে জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকালে তিনি প্রেস লেখা জ্যাকেট পরিধান করছিলেন বলে জানায় ডিবি।
ডিবি গুলশান বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদক পাচারসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ জানায়, কিছু ভুয়া ও অপেশাদার ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। যারা সাংবাদিকতার নামে অপরাধে জড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সংবাদ সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।