
কক্সবাজার সংবাদদাতা কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কথিত অপরাধী রইক্ষ্যা ডাকাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়নি। টেকনাফ থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানানো সম্ভব নয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ওই রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।