![]()
টেকনাফ প্রতিনিধি : কামরুল ইসলাম
টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী রাস্তায় অবৈধভাবে দখল ও ভরাট হওয়া খাল উদ্ধারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রঙ্গিখালী রাস্তায় মাথায় এইচকে আনোয়ারের প্রজেক্টের সামনে খালটির ওপর একটি অসাধু চক্র অবৈধভাবে বাঁধ নির্মাণ করে লবণ মাঠ তৈরি করেছিল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে এলাকাবাসী জলাবদ্ধতার শিকার হন।
স্থানীয়রা জানান, অবৈধ বাঁধ অপসারণের পাশাপাশি দখলমুক্ত করে খালটির প্রস্থ আগের মতো পুনরুদ্ধার করলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষিজমি ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।
প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাবাসী দাবি জানিয়েছেন—দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।টেকনাফের হ্নীলা রঙ্গিখালী