
টেকনাফ প্রতিনিধি : কামরুল ইসলাম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কথিত সাংবাদিক জিয়াবুল হক জিয়া ওরফে ‘গরু ডাক্তার’-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত জিয়াবুল হক সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার পরনে একটি প্রেস জ্যাকেট পাওয়া যায়, যা তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ব্যবহার করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জিয়াবুল হক (৪২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মৃত ফরিদ আলম। স্থানীয়ভাবে তিনি ‘গরু ডাক্তার’ নামেও পরিচিত।
ডিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।