
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম ও গহিন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ তিন জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে আটক করা শিশু, নারী ও পুরুষসহ মোট সাত জনকে জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে পাহাড়ি একটি ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গোলাবারুদ এবং পাচারে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন শিশু, নারী এবং প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। দীর্ঘ সময় ধরে তারা পাহাড়ের একটি গোপন আস্তানায় বন্দি ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা এবং নিরাপত্তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “মানব পাচার একটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে আইনের ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না।”
আটককৃত তিন পাচারকারীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা মানব পাচারমুক্ত রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।