টিসিবির পণ্যের দাম বৃদ্ধিতে বরিশালে ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ
বরিশাল প্রতিনিধি | ২৪ মে ২০২৫
আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে বরিশালসহ সারাদেশে ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের পণ্য বিক্রি শুরু করেছে। তবে এবার পণ্যমূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের নিম্ন আয়ের মানুষ।
গতকাল থেকে বরিশালে টিসিবির ট্রাকে চিনি, তেল ও মসুর ডাল বিক্রি শুরু হয়েছে। কিন্তু এবারের মূল্যবৃদ্ধি ভোক্তাদের হতাশ করেছে। টিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আগে যেখানে প্রতি কেজি চিনি ৭০ টাকায় পাওয়া যেত, এবার তা ৮০ টাকা। মসুর ডাল আগে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ৮০ টাকা। এছাড়া সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে।
মূল্যবৃদ্ধির কারণে হতাশ সাধারণ মানুষ বলছেন, বাজার মূল্যের সঙ্গে টিসিবির পণ্যের তেমন কোনো পার্থক্য না থাকায় এটি আর সহায়তা হিসেবে কাজ করছে না। বরং নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বাড়ছে।
একজন ক্ষুব্ধ ভোক্তা বলেন, “যেখানে বাজারে একটু চেষ্টা করলে একই দামে বা তার চেয়ে কিছু কমে পণ্য পাওয়া যাচ্ছে, সেখানে টিসিবির পণ্য কেন নেব? টিসবি তো আমাদের সহায়তা করার কথা, ব্যবসা করার নয়।”
ভোক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, টিসিবির পণ্যের মূল্য পুনর্বিবেচনা করে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।