
ইমরান হোসেন (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি)
হবিগঞ্জ জেলার বানিয়াচং-হবিগঞ্জ সংযোগ সড়কের রত্না নদীর ওপর স্থাপিত পুরনো স্টিলের ব্রিজে আবারও ঘটল বিপজ্জনক পরিস্থিতি। শুক্রবার সকাল ৮টার দিকে একটি অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে আটকে পড়ে। ট্রাকের একটি চাকা সেতুর দুর্বল স্টিলের পাটাতনে দেবে গিয়ে সেতুর অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে ব্রিজটির ওপর ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিনই পাথর, বালু ও ইটবোঝাই ট্রাক এ সেতু ব্যবহার করে। আজকের ঘটনার পর ব্রিজের একাংশ নিচে বসে যায় এবং ট্রাকটি পাশের দিকে হেলে পড়ে। এতে ব্রিজের দুই পাশে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি ও অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে, ফলে অসুস্থ রোগী পরিবহনেও মারাত্মক ভোগান্তি দেখা দেয়।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বানিয়াচংবাসীর জেলা শহরে যাতায়াতের একমাত্র সহজ পথ এটি। রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী—সবাই এই সেতুর ওপর নির্ভরশীল। অথচ বছরের পর বছর ধরে এটি সংস্কারের উদ্যোগ নেই। বর্ষায় তো অবস্থা আরও ভয়াবহ হয়।”
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। কিন্তু ভারী যানবাহন নিয়ন্ত্রণে কোনো নজরদারি নেই। প্রশাসন ব্যবস্থা নিলে আজকের মতো ঘটনা ঘটত না।”
সাধারণ মানুষের জোরালো দাবি—এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত অপসারণ করে অবিলম্বে একটি কংক্রিটের টেকসই সেতু নির্মাণ করা হোক। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং জনজীবন স্বাভাবিক থাকবে বলে মনে করেন তারা।